কুমিল্লায় রাজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

- Update Time : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 175
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান আসামি পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে আসামি পলাশকে গ্রেফতার করে।
.
এ নিয়ে মোট চার আসামি গ্রেফতার হলো। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
.
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক এসএম আরিফুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জ জেলায় আত্মগোপনে থাকা রাজিব হত্যাকাণ্ডের প্রধান আসামি পলাশকে গ্রেফতার করে। পলাশ নগরীর বজ্রপুর মৌলভীপাড়ার মৃত আবু মিয়ার ছেলে। পলাশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক, নারী ও শিশু নির্যাতনসহ মোট চারটি মামলা রয়েছে।
Tag :