নিজস্ব প্রতিবেদক:
.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র্যাব-৪ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
.
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে র্যাব-৪ এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।
এ সময় বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরেন র্যাব সদস্যরা। এছাড়াও ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র ওপর আলোকপাত করে বঙ্গবন্ধুর বাংলার মানুষের প্রতি ভালোবাসা, তাঁর সারাজীবনের ত্যাগ ও দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ শহীদ পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।