ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত রোহিত

- Update Time : ০৪:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / 213
ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত তালিকায় জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবার (১৮ আগস্ট) সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।
রোহিতের সঙ্গে খেলরত্নের দৌড়ে আছেন আরও তিন অ্যাথলিট। তারা হলেন নারী রেসলার ভিনেশ ফোগাত, প্যাডলার মনিকা বাটরা এবং ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণ এনে দেয়া হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
এর আগে তিনজন ক্রিকেটার এই পুরষ্কার পেয়েছেন। তারা হলেন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। চলতি বছরের মে মাসে রোহিতকে খেলরত্নের জন্য মনোনয়ন দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
বাছাই কমিটিতে ছিলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ এবং হকি দলের সাবেক অধিনায়ক সরদার সিং। মূলত ২০১৯ সালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাঁকে মনোনীত করা হয়।
গত বছর টেস্টে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেন রোহিত। এছাড়া ৫৭.৩০ গড়ে ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ১ হাজার ৪৯০ রান। বিশ্বকাপে ছিলো তার পাঁচ সেঞ্চুরি। পাশাপাশি ভারতকে সেমিফাইনালে তুলতেও কার্যকর ভূমিকা রেখেছিলেন রোহিত।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘রোহিত খেলরত্নের যোগ্য। আমরা মনে করি তার প্রতিশ্রুতি, আচরণ, ধারাবাহিকতা এবং নেতৃত্বের দক্ষতার জন্য সে সম্মানজনক খেলরত্ন পুরস্কার পাওয়ার যোগ্য সে।’