ডোমারের বোড়াগাড়ী দোলাপাড়া সপ্রাবিতে অনলাইন স্কুলের উদ্বোধন

- Update Time : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 165
নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী দোলাপাড়া সপ্রাবিতে অনলাইন স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার প্রথম অনলাইন স্কুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহাজাদার সঞ্চালনায় ও এসএমসির সভাপতি একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুরুতেই তার স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, বোড়াগাড়ী দোলাপাড়া স্কুলের প্রধান শিক্ষক তানিয়া পারভিন, মায়েদুল হক তুর্য বসুনিয়া,আমিনুল হক বাবু,জাহাঙ্গীর আলম, নাজিরা আকতার ফেরদৌসী, শাহানারা বেগম লাকি, মজিবর রহমান, মাখদুমুল আলম সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার প্রথম অনলাইন স্কুল পেজের এ্যাডমিন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাক সারোয়ার জানান, উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অত্র প্রতিষ্ঠানে সংযুক্ত হয়ে লাইভ ক্লাস নিতে পারবেন এবং আপলোড ও দিতে পারবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশে এখন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ডোমার উপজেলায় এই প্রথম বোড়াগাড়ী দোলাপাড়া সপ্রাবিতে অনলাইন স্কুলের উদ্বোধন করা হলো। এখন আর আমাদের পিছনে তাকানোর সময় নাই, সামনের দিকে এগিয়ে যেতে হবে।