হরিপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
- Update Time : ০৬:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 130
জেলা সংবাদদাতা (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়র নাগর নদীতে গোসল করার সময় নিখোঁজ হওয়া সবুজ (১৬) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
.
রোববার (১৬ আগস্ট) দুপুরে একদিন পর পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে নাগর নদীর কাঁদাশুকা নামক ঘাট থেকে তার লাশ উদ্ধার করে।
.
সবুজ উপজেলার সিংহারী গ্রামের বাবুল আক্তারের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর দেড়টার দিকে বন্ধুদের সাথে নাগর নদীতে গোসল করতে যায় সবুজ। গোসল করার সময় পানির স্রোতে তলিয়ে যায় সে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর তাকে পাওয়া না গেলে বিকালে রানীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের খবর দেয়া হয়।
.
পরে তারা বিকালে ঘটনাস্থলে এসে সন্ধ্যায় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। আলোর ব্যবস্থা না থাকায় রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়।
.
রোববার সকাল থেকে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয় লোকজন যৌথভাবে আবার নাগর নদীতে সবুজের লাশ উদ্ধারের জন্য কাজ শুরু করেন। এরপর এদিন দুপুরে নাগর নদীর কাঁদাশুকা নামক ঘাট থেকে তার লাশ উদ্ধার করেন।
.
হরিপুর থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি যে নাগর নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
.
Tag :