রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত
- Update Time : ১২:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 156
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়।
.
এ উপলক্ষে পৌর শহরের শিবদিঘিস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম, নবাগত ওসি এস এম জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আশরাফুল আলম, প্রমুখ।
.
কবিতা আবৃত্তি করেন প্রভাষক প্রশান্ত বসাক। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
.
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। অপরদিকে, একইদিনে, রাণীশংকৈল ডিগ্রী কলেজ, আলী আকবর মেমোরিয়াল অটিন্টিক ও প্রতিবন্ধি স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পাইলট উচ্চ বিদ্যালয়, বনগাঁও দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত হয়।
Tag :