Update Time :
০৪:৫৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
/ 201
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে রাজিয়া আক্তার (৪৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।ঘটনার পর থেকে স্বামী জহির উদ্দিন বাবর পলাতক রয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট)ভোরে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় ছেলে-মেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। মিরপুর মডেল থানায় ঘটনাটি জানানো হয়েছে।নিহতের ছেলে মো. জয় জানান, পরিবারসহ তারা মিরপুর মডেল থানাধীন বি ব্লকের, ৬ নম্বর লেনের ১১ নম্বর বাসায় থাকেন। তার মা গৃহিণী। পারিবারিক কলহের কারণে ভোরে তার বাবা জহির উদ্দিন বাবর মাকে বাসার ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তারা দেখতে পেয়ে মাকে সকাল ৬টায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি বিষয় নিয়ে কলহ তা বলতে পারেননি।