ঠাকুরগাঁও প্রতিনিধি:
গত দুই সপ্তাহে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। তারা সবাই কোয়ারেন্টাইনে রয়েছেন।
.
ফলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে হাসপাতল কতৃপক্ষকে। আক্রান্তরা হলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.নাদিরুল ইসলাম চপল, শিশু বিশেষজ্ঞ ডা.শাহ্ নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা.আশরাফুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা.রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা.রেজাউল করিম শিবলু, ম্যাডিক্যাল অফিসার ডা.জি.পি সাহা ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগীদের সেবা দিতে কিছুটা সমস্য হলেও তারা রোগীদের সেবা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান বৃহস্পতিবার (১৩ ই আগষ্ট ) পর্যন্ত জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ৫৬৯ জন যাদের মধ্যে ২৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।