নীলফামারীর সৈয়দপুরে তিন মাদকসেবির কারাদণ্ড
- Update Time : ০৪:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 158
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সৈয়দপুর রেলওয়ে থানার এস আই দেওয়ান জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তরে রেলওয়ে কারখানা সংলগ্ন ঝোঁপের মধ্যে বসে শহরের রসুলপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে দেলোয়ার(২৫) হোসেন, একই এলাকার মৃত ইসরাফিলের পুত্র মুন্না (৫০) এবং সাহেবপাড়া এলাকার মৃত শফিউল ইসলামের পুত্র বাদল(৪৫) মাদকদ্রব্য সেবন করছিল।
এ সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। বিষয়টি রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।