বিশ্বব্যাপী ২ কোটি মানুষ করোনায় আক্রান্ত
- Update Time : ০৫:৪৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / 158
আন্তর্জাতিক ডেস্ক:
নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় দুই কোটি ২৪ হাজার ২৬৩ জনে। একই সময়ে সারা দুনিয়ায় সাত লাখ ৩৩ হাজার ৯৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। একইসঙ্গে, চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।
এদিকে, দেশভিত্তিক করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন করোনা আক্রান্ত নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে।
এছাড়াও, তালিকার তৃতীয়স্থানে থাকা প্রতিবেশি ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭। তারপরই রয়েছে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি, স্পেন, ইরান ও যুক্তরাজ্য।
অন্যদিকে, দুই লাখ ৫৭ হাজার ৬০০ করোনা আক্রান্ত নিয়ে বাংলাদেশ ওই বৈশ্বিক তালিকায় ১৫তম স্থানে রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র আট মাসে দুই কোটিতে পৌঁছেছে। এবং প্রথম এক কোটি মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে যে সময় লেগেছে, দুই কোটি সংক্রমণ হয়েছে তারচেয়ে আরও দ্রুত। যেভাবে বর্তমানে সংক্রমণ শনাক্ত হচ্ছে তাতে ভবিষ্যতে এই সংখ্যা আরও দ্রুত বাড়বে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।