নারী ও শিশু নির্যাতন রোধে বাংলাদেশ পুলিশের সেবাকেন্দ্র সমুহ
- Update Time : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / 171
নারী ও শিশুদের উপর পারিবারিক নির্যাতন, যৌন নির্যাতন, যৌন হয়রানী, শ্লীলতাহানী, ইভ টিজিং, ধর্ষণ, অপহরণ, পাচার, যৌতুক, যৌতুকের জন্য নির্যাতনসহ অন্য যে কোন ধরনের নির্যাতন ও সহিংসতা রোধে থানা কর্তৃক প্রদত্ত সেবার পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে চালু রয়েছে এ সংক্রান্ত মানবিক ও আইনগত সেবা প্রদানের নানামুখী বিশেষ ব্যাবস্থা। জেনে নিন আপনার নিকটস্থ সেবা প্রদানকারী ইউনিট ও সেবাকেন্দ্র সমুহের নাম:
ভিকটিম সাপোর্ট সেন্টার
নির্যাতিত নারী ও শিশু ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসা, আবাসন, খাবার, পোষাক ও বিনোদন প্রদান (৫ দিন পর্যন্ত), মানসিক কাউন্সিলিং এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য কিছু সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতায় ৭টি মেট্রোপলিটন এলাকায় (বিভাগীয় শহর) ৭টি এবং পার্ববত্য অঞ্চলের জন্য রাঙ্গামাটি জেলায় ১টি সহ মোট ৮টি ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে।
ইউনিট সেন্টারের অবস্থান:
ঢাকা: তেজগাঁও থনা কম্পাউন্ড
চট্রগ্রাম: ডাবলমুরিং থনা কম্পাউন্ড
খুলনা: সোনাডাঙ্গা থনা কম্পাউন্ড
রাজশাহী: শাহ্ মখদুম থনা কম্পাউন্ড
সিলেট: কোতয়ালী থনা কম্পাউন্ড
রংপুর: কোতয়ালী থনা কম্পাউন্ড
বরিশাল: কোতয়ালী থনা কম্পাউন্ড
রাঙ্গামাটি: কোতয়ালী থনা কম্পাউন্ড
উইমেন সাপোর্ট সেন্টার (নারী সহায়তা কেন্দ্র)
দেশের সকল জেলার পুলিশ সুপার কার্যালয়ে এবং মেট্রোপলিটন এলাকায় পুলিশ উপ-কমিশনার এর কার্যালয়ে সর্বমোট ৭৭টি নারী সহায়তা কেন্দ্র রয়েছে। এ সকল কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিট সমুহের আওতাধীন এলাকার সেবা প্রত্যাশীদের নিকট হতে অভিযোগ গ্রহণ ও কাউন্সিলিং এর মাধ্যমে সমস্যা নিস্পত্তি করার জন্য সহায়তা প্রদান করা হয়।
সেবা পেতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার কার্যালয় বা মেট্রোপলিটন এলাকায় পুলিশ উপ-কমিশনার এর কার্যালয়ে যোগাযোগ করুন।
উইমেন হেল্প ডেক্স
UNFPA এর STOP Gender Based Violence প্রকল্পের অধীনে বিশেষ ব্যবস্থাপনায় নিন্মোক্ত ১৫টি থানায় “উইমেন হেল্প ডেক্স” এর মাধ্যমে সংশ্লিষ্ট ভিকটিমদের কাউন্সিলিংসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
ডিএমপি: মোহাম্মদপুর, পল্লবি, কামরাঙ্গীরচর
কক্সবাজার: সদর, রামু, চকরিয়া
বগুড়া: সদর, সোনাতলা, পত্নীতলা
জামালপুর: সদর, বকশিগঞ্জ, মাদারগঞ্জ
পটুয়াখালি:সদর, গলাচিপা, বাউফল
BD Police Helpline বাংলাদেশ পুলিশের একটি Mobile App নির্ভর সেবা প্রদানের ব্যবস্থা। এর মাধ্যমে নারী-শিশুসহ যে কোন নাগরিক তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন।
সেবা গ্রহণ পদ্ধতি ঃ যে কোন এন্ড্রয়েড বা আইএসও মোবাই ফোনের App Stor এ গিয়ে App টি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন। তারপর প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এখন আপনি আপনার সমস্যা ও অভিযোগ জানাতে পারেন।
এছাড়াও নারী ও শিশুদের প্রতি যে কোন ধরনের সহিংসতার ক্ষেত্রে জরুরী প্রয়োজনে যে কোন সময় (২৪/৭) পুলিশের সহায়তা পেতে ৯৯৯ নম্বরে কল করুন।
নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি