স্মার্টফোন কিনতে অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা তৈরির নির্দেশনা

  • Update Time : ০৭:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • / 138
শাওন চন্দ্র দাসঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যুক্ত হতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে।

এ উদ্দেশ্যে রবিবার দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি। সেই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি যথাযথভাবে অনুসরণ এবং গবেষণার অর্থ যথাযথ ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী, কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্যকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কোনো ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন না।

এদিকে, অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যেসব শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা ২৫শে আগস্টের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, উপাচার্যদের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে যেন সব শিক্ষার্থী অংশ নিতে পারে, সে লক্ষ্যে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং সহজ শর্তে স্মার্টফোন কিনতে ঋণ সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য কমিশন থেকে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


স্মার্টফোন কিনতে অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা তৈরির নির্দেশনা

Update Time : ০৭:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
শাওন চন্দ্র দাসঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যুক্ত হতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে।

এ উদ্দেশ্যে রবিবার দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি। সেই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি যথাযথভাবে অনুসরণ এবং গবেষণার অর্থ যথাযথ ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী, কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্যকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কোনো ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন না।

এদিকে, অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যেসব শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা ২৫শে আগস্টের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, উপাচার্যদের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে যেন সব শিক্ষার্থী অংশ নিতে পারে, সে লক্ষ্যে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং সহজ শর্তে স্মার্টফোন কিনতে ঋণ সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য কমিশন থেকে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেয়া হয়।