বঙ্গমাতার জন্মদিনে দুঃস্থদের হুইল চেয়ার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

  • Update Time : ০৮:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • / 252

সরিষাবাড়ী প্রতিনিধি: 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও নলকুপ বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।

শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিমন্ত্রীর নিজ বাড়ীতে এসব নিত্য পণ্য সামগ্রী তিনি বিতরণ করেন।

জানা যায়, বঙ্গমাতার শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপির অর্থায়নে ১০টি হুইলচেয়ার ও ২০টি সেলাই মেশিন এবং সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর অর্থায়নে ৫৬টি নলকুপ দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।

পৌরএলাকার কামরাবাদ গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিল্পি রাণী দাস বলেন, জন্ম থেকেই আমার দুটা পা নেই। চলাচলে অনেক কষ্ট হয় আমার। একটা হুইলচেয়ারের জন্য অনেকের কাছে ঘুরেছি কেউ দেয়নি। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে হুইলচেয়ারটি পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি বঙ্গমাতার জন্য বিধাতার কাছে প্রাণ খুলে আর্শিবাদ করি বঙ্গমাতা যেন স্বর্গবাসী হন।

পোগলদিঘা গ্রামের বীনা বেগম বলেন, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্ট করে দিন পাত চলে আমাদের। স্বামীর উপার্জন দিয়ে সংসারের চলানো কঠিন হয়ে পড়েছে। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে একটি সেলাই মেশিন পেয়ে অনেক আনান্দিত হয়েছি। সেলাই মেশিনটি দিয়ে নিজে সংসারের কিছুটা হলেও সহায়তা করতে পারবো।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর ঠিকাদার আব্দুল ওয়াজেদ, আব্দুল আজিজ ভুঁইয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বঙ্গমাতার জন্মদিনে দুঃস্থদের হুইল চেয়ার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

Update Time : ০৮:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

সরিষাবাড়ী প্রতিনিধি: 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও নলকুপ বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।

শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিমন্ত্রীর নিজ বাড়ীতে এসব নিত্য পণ্য সামগ্রী তিনি বিতরণ করেন।

জানা যায়, বঙ্গমাতার শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপির অর্থায়নে ১০টি হুইলচেয়ার ও ২০টি সেলাই মেশিন এবং সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর অর্থায়নে ৫৬টি নলকুপ দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।

পৌরএলাকার কামরাবাদ গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিল্পি রাণী দাস বলেন, জন্ম থেকেই আমার দুটা পা নেই। চলাচলে অনেক কষ্ট হয় আমার। একটা হুইলচেয়ারের জন্য অনেকের কাছে ঘুরেছি কেউ দেয়নি। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে হুইলচেয়ারটি পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি বঙ্গমাতার জন্য বিধাতার কাছে প্রাণ খুলে আর্শিবাদ করি বঙ্গমাতা যেন স্বর্গবাসী হন।

পোগলদিঘা গ্রামের বীনা বেগম বলেন, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্ট করে দিন পাত চলে আমাদের। স্বামীর উপার্জন দিয়ে সংসারের চলানো কঠিন হয়ে পড়েছে। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে একটি সেলাই মেশিন পেয়ে অনেক আনান্দিত হয়েছি। সেলাই মেশিনটি দিয়ে নিজে সংসারের কিছুটা হলেও সহায়তা করতে পারবো।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর ঠিকাদার আব্দুল ওয়াজেদ, আব্দুল আজিজ ভুঁইয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।