চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী আর নেই

  • Update Time : ০৩:০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • / 201

 

আনিসুল ইসলাম,চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর আর নেই। শনিবার(৮ আগস্ট) ভোর রাতে ৪ টায়  রাজধানীর জেনারেল এন্ড কিডনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়স্বজন এবং সাংবাাদিক সহকর্মী, বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ইকরাম চৌধুরী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানা যায়, ৫ আগস্ট রাত ১১টায় আকস্মিক ভাবে শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুক ব্যাথা দেখা দেয়। রাতেই দ্রুত তাঁকে চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।

জরুরী আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় এবং অবস্থার অবনতির কারনে রাতেই ঢাকা নেয়া হয়েছে। তিনি ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীকে ঢাকা রওয়ানা হবার পূর্বে তাকে এ্যাম্বুলেন্সে তুলে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহ। এ সময় পরিবারের পক্ষ থেকে তাঁর সাথে ছিলেন ইকরাম চৌধুরীর ছোট ভাই প্রেসক্লাবের সাবেক সভাপতি,আরটিভির স্টাফ রির্পোটার শরীফ চৌধুরী, ইকরাম চৌধুরীর ছেলে আবরার চৌধুরী।

প্রায় ৩ যুগ সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন,সাংবাদিক ইকরাম চৌধুরী। একজন শতভাগ পেশাদার সাংবাদিক হিসেবে সারাজীবন পেশাদারিত্ব নিয়ে কাজ করেছেন। নিজের জন্য তেমন কিছুই করেন নি। সরকারি চাকুরী ছেড়ে সাংবাদিকতার মহান পেশায় জীবনটা উৎসর্গ করেছেন।

আজ শনিবার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুম ইকরাম চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে বিডিসমাচার ২৪.কম পরিবারের পক্ষ থেকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মহসিন হোসেন গভীর শোক ও দুুুখঃ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী আর নেই

Update Time : ০৩:০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

 

আনিসুল ইসলাম,চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর আর নেই। শনিবার(৮ আগস্ট) ভোর রাতে ৪ টায়  রাজধানীর জেনারেল এন্ড কিডনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়স্বজন এবং সাংবাাদিক সহকর্মী, বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ইকরাম চৌধুরী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানা যায়, ৫ আগস্ট রাত ১১টায় আকস্মিক ভাবে শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুক ব্যাথা দেখা দেয়। রাতেই দ্রুত তাঁকে চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।

জরুরী আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় এবং অবস্থার অবনতির কারনে রাতেই ঢাকা নেয়া হয়েছে। তিনি ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীকে ঢাকা রওয়ানা হবার পূর্বে তাকে এ্যাম্বুলেন্সে তুলে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহ। এ সময় পরিবারের পক্ষ থেকে তাঁর সাথে ছিলেন ইকরাম চৌধুরীর ছোট ভাই প্রেসক্লাবের সাবেক সভাপতি,আরটিভির স্টাফ রির্পোটার শরীফ চৌধুরী, ইকরাম চৌধুরীর ছেলে আবরার চৌধুরী।

প্রায় ৩ যুগ সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন,সাংবাদিক ইকরাম চৌধুরী। একজন শতভাগ পেশাদার সাংবাদিক হিসেবে সারাজীবন পেশাদারিত্ব নিয়ে কাজ করেছেন। নিজের জন্য তেমন কিছুই করেন নি। সরকারি চাকুরী ছেড়ে সাংবাদিকতার মহান পেশায় জীবনটা উৎসর্গ করেছেন।

আজ শনিবার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুম ইকরাম চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে বিডিসমাচার ২৪.কম পরিবারের পক্ষ থেকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মহসিন হোসেন গভীর শোক ও দুুুখঃ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।