ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় ২ পাইলটসহ নিহত ১১, আহত অর্ধশতাধিক

  • Update Time : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 134

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক আরোহী। স্থানীয় পুলিশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

কেরালার পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুই পাইলটও রয়েছেন। বিমানের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত চারজন আটকা পড়ে রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটির বেশিরভাগ আরোহীকেই উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি। এতে বিমানটি পুরো দুই খণ্ড হয়ে যায়।

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। এসময় সেটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, পাঁচ কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন।

সূত্র: এনডিটিভি

Tag :

Please Share This Post in Your Social Media


ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় ২ পাইলটসহ নিহত ১১, আহত অর্ধশতাধিক

Update Time : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক আরোহী। স্থানীয় পুলিশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

কেরালার পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুই পাইলটও রয়েছেন। বিমানের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত চারজন আটকা পড়ে রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটির বেশিরভাগ আরোহীকেই উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি। এতে বিমানটি পুরো দুই খণ্ড হয়ে যায়।

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। এসময় সেটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, পাঁচ কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন।

সূত্র: এনডিটিভি