শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

  • আপডেটের সময়: ০৪:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 243
sharethis sharing button

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগে বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করলে জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) সদস্যরা তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করেন। তবে পরীক্ষায় তার স্ত্রী ও দুই ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ শুক্রবার রাতে এসপি আজীমের করোনা সংক্রমণের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাকালের শুরু থেকেই পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সংক্রমণ রোধে কাজ করে চলেছেন। করোনা রোগিদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন। তার নো মাস্ক নো মেডিসিন শ্লোগান জেলায় সাড়া ফেলেছে। শেরপুরে এখন মাস্ক ছাড়া কোন ওষুধ বিক্রি হয় না।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, স্যার বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছেন। সামান্য উপসর্গ আছে। আপনারা তার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল শেরপুরে দুই নারীর দেহে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার পর্যন্ত জেলায় ৩২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন চারজন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

আপডেটের সময়: ০৪:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
sharethis sharing button

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগে বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করলে জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) সদস্যরা তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করেন। তবে পরীক্ষায় তার স্ত্রী ও দুই ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ শুক্রবার রাতে এসপি আজীমের করোনা সংক্রমণের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাকালের শুরু থেকেই পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সংক্রমণ রোধে কাজ করে চলেছেন। করোনা রোগিদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন। তার নো মাস্ক নো মেডিসিন শ্লোগান জেলায় সাড়া ফেলেছে। শেরপুরে এখন মাস্ক ছাড়া কোন ওষুধ বিক্রি হয় না।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, স্যার বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছেন। সামান্য উপসর্গ আছে। আপনারা তার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল শেরপুরে দুই নারীর দেহে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার পর্যন্ত জেলায় ৩২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন চারজন।