প্রবাসীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : ১২:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 160
গোপালগঞ্জ প্রতিনিধি:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের পক্ষে প্রবাসীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে। তাদের যে কোন সমস্যা সরকার আন্তরিকতার সাথে সমাধান করছেন। প্রবাসীরা দেশে ও বিদেশে যে যেখানে আছেন, ভালো আছেন। এছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশের যেসব মিশন রয়েছে তারাও প্রবাসীদের সাথে যোগাযোগ রাখছে এবং তাদের সব ধরনের সহযোগিতা করছেন।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রচ্যের দেশগুলো আমাদের বন্ধু দেশ। করোনার কারণে বিভিন্ন দেশ থেকে যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে পর্যায়ক্রমে সেসব দেশে পাঠানো হবে। তারা যাতে দ্রুততম সময়ে যেতে পারেন তার জন্য সংশ্লিষ্ট দেশের সাথে আলোচলা চলছে। এখনও বিভিন্ন দেশের সাথে আকাশপথে যোগাযোগ শুরু হয়নি। আকাশপথে যোগযোগ শুরু হলে প্রবাসীদের পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ঘাতকরা অনেক বছর ধরে ভালো অবস্থানে ছিলো। এরা বিভিন্ন নামে পাসপোর্টও তৈরী করেছিল। ইতিমধ্যে ৫ জন জীবিত ঘাতকের মধ্যে ২ জনের হিসাব পাওয়া গেছে। এই মুজিববর্ষের ভেতরেই দেশে ফিরিয়ে এনে এদের বিচারের সম্মুখীন করার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর ঘাতকরা নাম-পরিচয় পাল্টে পালিয়ে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সেসব দেশের সাথে সরকার সবসময় যোগাযোগ রক্ষা করে চলেছে। ইতোমধ্যে বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

এর আগে জাতির বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রবাসীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১২:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
গোপালগঞ্জ প্রতিনিধি:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের পক্ষে প্রবাসীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে। তাদের যে কোন সমস্যা সরকার আন্তরিকতার সাথে সমাধান করছেন। প্রবাসীরা দেশে ও বিদেশে যে যেখানে আছেন, ভালো আছেন। এছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশের যেসব মিশন রয়েছে তারাও প্রবাসীদের সাথে যোগাযোগ রাখছে এবং তাদের সব ধরনের সহযোগিতা করছেন।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রচ্যের দেশগুলো আমাদের বন্ধু দেশ। করোনার কারণে বিভিন্ন দেশ থেকে যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে পর্যায়ক্রমে সেসব দেশে পাঠানো হবে। তারা যাতে দ্রুততম সময়ে যেতে পারেন তার জন্য সংশ্লিষ্ট দেশের সাথে আলোচলা চলছে। এখনও বিভিন্ন দেশের সাথে আকাশপথে যোগাযোগ শুরু হয়নি। আকাশপথে যোগযোগ শুরু হলে প্রবাসীদের পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ঘাতকরা অনেক বছর ধরে ভালো অবস্থানে ছিলো। এরা বিভিন্ন নামে পাসপোর্টও তৈরী করেছিল। ইতিমধ্যে ৫ জন জীবিত ঘাতকের মধ্যে ২ জনের হিসাব পাওয়া গেছে। এই মুজিববর্ষের ভেতরেই দেশে ফিরিয়ে এনে এদের বিচারের সম্মুখীন করার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর ঘাতকরা নাম-পরিচয় পাল্টে পালিয়ে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সেসব দেশের সাথে সরকার সবসময় যোগাযোগ রক্ষা করে চলেছে। ইতোমধ্যে বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

এর আগে জাতির বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।