সিনহা হত্যাকাণ্ড: দুই বাহিনীকে উস্কানির চেষ্টা করছে কেউ কেউ: ওবায়দুল কাদের

  • Update Time : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 169

বিশেষ প্রতিনিধি:

সিনহা হত্যাকাণ্ডে দুই বাহিনীর মধ্যে উস্কানির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
.

সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এ ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ।’

সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।

গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকার কারো হাতে ইস্যু তুলে দিবেন না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যেকোনো বিষয়ে সুরাহা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Tag :

Please Share This Post in Your Social Media


সিনহা হত্যাকাণ্ড: দুই বাহিনীকে উস্কানির চেষ্টা করছে কেউ কেউ: ওবায়দুল কাদের

Update Time : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

বিশেষ প্রতিনিধি:

সিনহা হত্যাকাণ্ডে দুই বাহিনীর মধ্যে উস্কানির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
.

সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এ ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ।’

সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।

গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকার কারো হাতে ইস্যু তুলে দিবেন না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যেকোনো বিষয়ে সুরাহা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।