সর্বত্রই তোমার পদচিহ্ন

  • Update Time : ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / 184

জুবায়েদ মোস্তফা

তুমি বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র
তুমি বহু প্রতিভার অধিকারী
তরুন প্রজন্মের জন্য ছিলে উজ্জ্বল নক্ষত্র।
তুমি ছিলে ধীমান,অসম্ভব জ্ঞানী।
তুমি একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সাহসী বীর সেনানী।

সব জায়গায় ছিলো তোমার পদচিহ্ন
খেলার মাঠ কিংবা সমর ক্ষেত্র
সর্বত্রই ছিলে তুমি সুনামধন্য।
উপস্থিতি ছিলো তোমার রঙ্গমঞ্চে
আবার কখনো বা ছিলো তুমি কাষ্ঠমঞ্চে।

সফলভাবেই ছিলে তুমি সেতারে
কখনো তোমার ছোঁয়া ছিল থিয়েটারে।
তুমি আবাহনীর প্রতিষ্ঠাতা ও ক্রীড়াবিদ
ঘাতকের বুলেটের থাবায় হয়েছিলে তুমি শহীদ।

লেখকঃ শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Tag :

Please Share This Post in Your Social Media


সর্বত্রই তোমার পদচিহ্ন

Update Time : ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

জুবায়েদ মোস্তফা

তুমি বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র
তুমি বহু প্রতিভার অধিকারী
তরুন প্রজন্মের জন্য ছিলে উজ্জ্বল নক্ষত্র।
তুমি ছিলে ধীমান,অসম্ভব জ্ঞানী।
তুমি একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সাহসী বীর সেনানী।

সব জায়গায় ছিলো তোমার পদচিহ্ন
খেলার মাঠ কিংবা সমর ক্ষেত্র
সর্বত্রই ছিলে তুমি সুনামধন্য।
উপস্থিতি ছিলো তোমার রঙ্গমঞ্চে
আবার কখনো বা ছিলো তুমি কাষ্ঠমঞ্চে।

সফলভাবেই ছিলে তুমি সেতারে
কখনো তোমার ছোঁয়া ছিল থিয়েটারে।
তুমি আবাহনীর প্রতিষ্ঠাতা ও ক্রীড়াবিদ
ঘাতকের বুলেটের থাবায় হয়েছিলে তুমি শহীদ।

লেখকঃ শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।