দ্বিতীয় দিন ১২ ফুটবলারদের করোনা পরীক্ষা

- Update Time : ০৫:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / 133
বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়া কাপ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বাফুফেতে এসেছেন জাতীয় দলের ফুটবলাররা। এদিন, রিপোর্টিং করেছেন তালিকায় থাকা ১২ ফুটবলারের সকলেই।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার মধ্যেই একে একে ফেডারেশনে আসেন সুশান্ত-সাদ উদ্দিনরা। এরপর সবাই বাস যোগে করোনা পরীক্ষা করতে যান রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে। সেখানে ৩টি গ্রুপে ভাগ হয়ে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর নেতৃত্বে একে একে করোনা পরীক্ষা করেন ফুটবলাররা।
আগের দিন দলের তিন ফুটবলার রিপোর্টিংয়ের পর করোনা আক্রান্ত হওয়ায়, ফুটবলাররা আজ বেশ সাবধানে ছিলেন সবাই। করোনা টেস্টের পর ফুটবলাররা আবারো বাফুফেতে ফিরে আসেন।
সন্ধ্যায় এই টেস্টের ফলাফল পাবার পর উত্তীর্ণরা ক্যাম্পের জন্য যোগ দেবেন গাজীপুরের সারাহ রিসোর্টে। এছাড়া, করোনা আক্রান্ত ফুটবলারদের মাঝে কোনো উপসর্গ না থাকায় ৭ দিন পর আবারও তাদের টেস্ট করানো হবে বলে জানান দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু।