আজ থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নতুন ইতিহাসের সূচনা হল: অমিত শাহ

  • Update Time : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 181

অযোধ্যায় কিছুক্ষণ আগেই রাম মন্দিরের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারই করোনা আক্রান্ত হওয়ায় মঞ্চে উপস্থিত থাকতে পারেন নি মোদির মন্ত্রিসভার ‘নাম্বার টু’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে বসেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান দেখার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন শাহ। বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ইতিহাসের একটি স্বর্ণময় অধ্যায়ের সূচনা করলেন। ভারতীয় সমাজের যাবতীয় ঐতিহ্য ও মর্যাদা সরকার সংরক্ষণের চেষ্টা করবে। আজ ভারতের ইতিহাসে একটি গর্বের দিন।”

নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ। এই দিনটি ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে থেকেই ভারতীয় ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হল।” ভারতের আদি সনাতন ধর্মের পরম্পরার কথা ব্যাখ্যা করতে গিয়ে শাহ লেখেন, “আজকের দিনে আমি সেই সকল ধার্মিক মানুষদের শ্রদ্ধা জ্ঞাপন করছি ,যারা বছরের পর বছর দেশের ঐতিহ্য এবং ধর্মের ইতিহাস সংরক্ষণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছেন। জয় শ্রীরাম।”

 

মোদীর পথে হেঁটেই শাহ বলেন, “আমার হার্দিক অভিনন্দন সমস্ত দেশবাসীকে। মোদি সরকার চিরকাল ভারতের সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদা রক্ষা করবে। রামের আদর্শ এবং চিন্তাই ভারতের আত্মা। রামের চরিত্র এবং দর্শন ভারতীয় সংস্কৃতির ভিত্তি।”

অযোধ্যার পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার প্রসঙ্গে শাহ বলেন, “রাম মন্দিরের পুনর্নির্মাণ সারা পৃথিবীর হিন্দু সমাজের কাছে বিশ্বাসের প্রতীক। রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা পৃথিবীর কোটি কোটি হিন্দুর বিশ্বাস অর্জন করলেন।”

Tag :

Please Share This Post in Your Social Media


আজ থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নতুন ইতিহাসের সূচনা হল: অমিত শাহ

Update Time : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০

অযোধ্যায় কিছুক্ষণ আগেই রাম মন্দিরের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারই করোনা আক্রান্ত হওয়ায় মঞ্চে উপস্থিত থাকতে পারেন নি মোদির মন্ত্রিসভার ‘নাম্বার টু’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে বসেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান দেখার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন শাহ। বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ইতিহাসের একটি স্বর্ণময় অধ্যায়ের সূচনা করলেন। ভারতীয় সমাজের যাবতীয় ঐতিহ্য ও মর্যাদা সরকার সংরক্ষণের চেষ্টা করবে। আজ ভারতের ইতিহাসে একটি গর্বের দিন।”

নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ। এই দিনটি ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে থেকেই ভারতীয় ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হল।” ভারতের আদি সনাতন ধর্মের পরম্পরার কথা ব্যাখ্যা করতে গিয়ে শাহ লেখেন, “আজকের দিনে আমি সেই সকল ধার্মিক মানুষদের শ্রদ্ধা জ্ঞাপন করছি ,যারা বছরের পর বছর দেশের ঐতিহ্য এবং ধর্মের ইতিহাস সংরক্ষণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছেন। জয় শ্রীরাম।”

 

মোদীর পথে হেঁটেই শাহ বলেন, “আমার হার্দিক অভিনন্দন সমস্ত দেশবাসীকে। মোদি সরকার চিরকাল ভারতের সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদা রক্ষা করবে। রামের আদর্শ এবং চিন্তাই ভারতের আত্মা। রামের চরিত্র এবং দর্শন ভারতীয় সংস্কৃতির ভিত্তি।”

অযোধ্যার পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার প্রসঙ্গে শাহ বলেন, “রাম মন্দিরের পুনর্নির্মাণ সারা পৃথিবীর হিন্দু সমাজের কাছে বিশ্বাসের প্রতীক। রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা পৃথিবীর কোটি কোটি হিন্দুর বিশ্বাস অর্জন করলেন।”