করোনায় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহর মৃত্যু

  • Update Time : ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 152

বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মারা গেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ সকাল সাড়ে ৯টায় মারা যান। তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয় সাড়ে ১১টার দিকে।’

তিনি অভিনেত্রী বিজরী বরকতুল্লার বাবা। আরেক সন্তান কাজরী। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ।

আজ ভোররাতে বিজরী বরকতুল্লা এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার সংবাদটি জানান।

বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’ প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ।

বিটিভিতে ছাড়াও তিনি চ্যানেল ওয়ান ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহর মৃত্যু

Update Time : ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০

বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মারা গেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ সকাল সাড়ে ৯টায় মারা যান। তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয় সাড়ে ১১টার দিকে।’

তিনি অভিনেত্রী বিজরী বরকতুল্লার বাবা। আরেক সন্তান কাজরী। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ।

আজ ভোররাতে বিজরী বরকতুল্লা এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার সংবাদটি জানান।

বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’ প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ।

বিটিভিতে ছাড়াও তিনি চ্যানেল ওয়ান ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।