পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাউন্সিলর বুলবুল চৌধুরীর শুভেচ্ছা
- Update Time : ০৮:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / 250
নিজস্ব প্রতিনিধিঃ
.
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব পৌর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুন চৌধুরী বুলবুল মতলব বাসী ও ৮ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
.
তিনি বলেন,আত্মত্যাগ এবং উৎসবের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিজীবনে কাজে লাগালে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
.
মামুন চৌধুরী বুলবুল বলেন,সম্প্রীতি ও সৌহার্দ্যময় সমাজ গঠনে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে। ঈদ শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মহৎ শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।
.
একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক দেশ গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান মামুন চৌধুরী বুলবুল।
.
করোনা ভাইরাস এর কারনে ঈদুল আজহা এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মধ্যে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে নিজে সুস্থ থাকতে এবং সবাইকে সুস্থ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান তিনি।
.
Tag :