রাজধানীর শনির আখড়ায় নকল প্রসাধনীর গোডাউনে র‌্যাবের অভিযান

  • Update Time : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / 164
নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামীদামী কোম্পানির নকল প্রসাধনী সামগ্রী ও পেইন কিলার ক্রিম জব্দ করেছে র‌্যাব। ঈদকে কেন্দ্র করে এসব নকল পণ্য উৎপাদন, মজুত ও বিক্রি করছিল এসটিজেড কেমিক্যাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় থেকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলাম শাহীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
.
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ফগ কোম্পানির বডি স্প্রে, ইউনিলিভারের পন্ডস বডি লোশন, বিভিন্ন কোম্পানির পেইন কিলার ক্রিমসহ নানা ধরনের প্রসাধনী সামগ্রীর নাম ব্যবহার করে নকল পণ্য উৎপাদন করে গোডাউনে মজুদ রেখেছিল। পণ্যগুলির কোনও ব্যাচ নেই, বিএসটিআই এর কোনও অনুমোদন নেই।
.
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক শাহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল দেওয়া হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীর শনির আখড়ায় নকল প্রসাধনীর গোডাউনে র‌্যাবের অভিযান

Update Time : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামীদামী কোম্পানির নকল প্রসাধনী সামগ্রী ও পেইন কিলার ক্রিম জব্দ করেছে র‌্যাব। ঈদকে কেন্দ্র করে এসব নকল পণ্য উৎপাদন, মজুত ও বিক্রি করছিল এসটিজেড কেমিক্যাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় থেকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলাম শাহীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
.
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ফগ কোম্পানির বডি স্প্রে, ইউনিলিভারের পন্ডস বডি লোশন, বিভিন্ন কোম্পানির পেইন কিলার ক্রিমসহ নানা ধরনের প্রসাধনী সামগ্রীর নাম ব্যবহার করে নকল পণ্য উৎপাদন করে গোডাউনে মজুদ রেখেছিল। পণ্যগুলির কোনও ব্যাচ নেই, বিএসটিআই এর কোনও অনুমোদন নেই।
.
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক শাহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল দেওয়া হয়েছে।