জয়ের জন্মদিন উপলক্ষে তানোরে বৃক্ষরোপণ
- আপডেটের সময়: ০১:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 244
আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে তানোরে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুরে তানোর উপজেলা প্রশসানের উদ্যোগে শিবনদীর সংযোগ সেতুর দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এদিন তানোরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপণ করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সহকারী প্রেগ্রামার জাকারিয়া হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
ইউএনও সুশান্ত কুমার মাহাতো জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে তানোর উপজেলায় প্রায় ৪৫হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত আছে।



























