করোনাবিস্তার রোধে পুলিশের অভিনব উদ্যোগ ‘মাস্ক ইজ মাস্ট’

  • আপডেটের সময়: ১২:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / 278

নিজস্ব প্রতিবেদক:

শুরু থেকেই করোনাবিস্তার রোধে বাংলাদেশ পুলিশ সম্মুখযোদ্ধা হিসাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবায় অগ্রপথিক হয়ে কাজ করে যাচ্ছে।

গতানুগতিক পুলিশিং প্যাটার্নের বাইরে প্রযুক্তি, শুদ্ধাচার ও উদ্ভাবনের আলোকে নাগরিকদের সেবায় বাংলাদেশ পুলিশের ইউনিটসমুহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়ে থাকে। তেমনি একটি উদ্ভাবনী উদ্যোগ মাস্ক ইজ মাস্ট (Musk is Must) ।

কুড়িগ্রামের সকল নাগরিক যাতে যে কোন জনসমাগমে মাস্ক ব্যবহার করে, সেটির প্রায়োগিক উপযোগিতা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ হাতে নিয়েছে মাস্ক আপ কুড়িগ্রাম (Musk Up Kurigram) ক্যাম্পেইন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ লোগো সম্বলিত এক হাজার পিচ মাস্ক পথচারী, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, অটো, বাস চালক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করে।

অধিকিন্ত, মাইকিং, র‍্যালী, জনসচেতনামুলক সভা ধারাবাহিকভাবে অব্যাহতে রাখা হয়েছে। করোনা বিস্তাররোধে ছোট ছোট অভিনব উদ্ভাবনী প্রচেষ্ঠাসমুহ কুড়িগ্রামের মানুষকে করেছে ইতিবাচক জীবনবোধে প্রত্যয়ী, করেছে আশাবাদী।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


করোনাবিস্তার রোধে পুলিশের অভিনব উদ্যোগ ‘মাস্ক ইজ মাস্ট’

আপডেটের সময়: ১২:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:

শুরু থেকেই করোনাবিস্তার রোধে বাংলাদেশ পুলিশ সম্মুখযোদ্ধা হিসাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবায় অগ্রপথিক হয়ে কাজ করে যাচ্ছে।

গতানুগতিক পুলিশিং প্যাটার্নের বাইরে প্রযুক্তি, শুদ্ধাচার ও উদ্ভাবনের আলোকে নাগরিকদের সেবায় বাংলাদেশ পুলিশের ইউনিটসমুহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়ে থাকে। তেমনি একটি উদ্ভাবনী উদ্যোগ মাস্ক ইজ মাস্ট (Musk is Must) ।

কুড়িগ্রামের সকল নাগরিক যাতে যে কোন জনসমাগমে মাস্ক ব্যবহার করে, সেটির প্রায়োগিক উপযোগিতা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ হাতে নিয়েছে মাস্ক আপ কুড়িগ্রাম (Musk Up Kurigram) ক্যাম্পেইন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ লোগো সম্বলিত এক হাজার পিচ মাস্ক পথচারী, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, অটো, বাস চালক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করে।

অধিকিন্ত, মাইকিং, র‍্যালী, জনসচেতনামুলক সভা ধারাবাহিকভাবে অব্যাহতে রাখা হয়েছে। করোনা বিস্তাররোধে ছোট ছোট অভিনব উদ্ভাবনী প্রচেষ্ঠাসমুহ কুড়িগ্রামের মানুষকে করেছে ইতিবাচক জীবনবোধে প্রত্যয়ী, করেছে আশাবাদী।