নবাবগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম করোনায় আক্রান্ত
- আপডেটের সময়: ০৯:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 294
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানানো হয়। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী জানান, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় শনিবার নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম এর নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জানান গত কয়েক দিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত শনিবার করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। এর পর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন।



























