বিমানবন্দর ব্যবহার করলেই নিরাপত্তা ও উন্নয়ন ফি
- Update Time : ০৬:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / 173
বিমানবন্দর ব্যবহার করে দেশ-বিদেশ কোথাও গেলেই যাত্রীদের গুণতে হবে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি। চলতি বছরের ১ আগস্ট থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।
গতকাল বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা, সেবার মান বাড়াতে ও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে।
দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১শ টাকা ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে পাঁচ ডলার ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ছয় ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার ও এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।