মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ছাগলনাইয়ায় ৬ ফার্মেসিকে জরিমানা
- Update Time : ০২:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 134
কমল পাটোয়ারী,ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফেনীর ছাগলনাইয়ায় ছয় ফার্মেসি মালিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
.
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ জরিমানা করেন।
.
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসময় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন ঔষুধ, অনুমোদনহীন ভাবে ঔষুধ সংরক্ষন, মেয়াদোত্তীর্ন ঔষুধের কন্টেইনার না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রয়, নিরাপদে ঔষুধ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অপরাধে (মোট ৬ জন) অভিযুক্ত ফার্মেসীর মালিক ও ব্যাক্তিদ্ধয়কে মোট ২২০০০ টাকা জরিমানা করা হয়।
.
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, করোনা প্রতিরোধে সকলকেই মাস্ক ও সুরক্ষা সামগ্রী পরিধান করতে হবে, এবং অন্যন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ন ঔষুধ গুলি ধ্বংস করা হয়।
Tag :