ঢাকা কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ
- Update Time : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 168
মুজাহিদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ
ঢাকা কলেজ ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
.
বুধবার (২২ জুলাই) সকালে ধানমন্ডি লেক পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
.
ছাত্রকল্যাণ পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল্লাহর সঞ্চালনায় কর্মসূচি সম্পন্ন করা হয়।
.
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সারাদেশে সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ আয়োজন। বৈশ্বিক জলবায়ু ভারসাম্য রক্ষায় গাছ অসামান্য অবদান রাখে। গাছ মানুষের পরম বন্ধু। বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানো আমাদেরই দায়িত্ব।
.
তিনি আরো বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর বেশিরভাগ সদস্য গ্রামে অবস্থান করছে। আমরা তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে গ্রামে গাছ লাগানোর আহ্বান জানিয়েছি। এবং তা বাস্তবায়নের লক্ষে ঊর্ধ্বতন সংগঠন থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।
.
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোতাহার খাঁন, রফিকুল ইসলাম, সফিকুল সহ আরো অনেকে।
Tag :