শেখ হাসিনাকে ইমরান খানের ফোন
- Update Time : ১০:২৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 200
বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় দুই নেতা প্রায় ১৫ মিনিট আলাপ করেন।
বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের এক সংবাদ বিবরণীতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন।
এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতি ও মহামারীর মোকাবিলায় সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন সাবেক এই ক্রিকেট কিংবদন্তি।
জবাবে করোনা সংক্রমণ মোকাবিলা ও চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছেন, তা বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রী তাকে সে সম্পর্কে অবহিত করেন।
Tag :