ভয়াল ১৫ অগাস্ট নিয়ে চলচ্চিত্র
- Update Time : ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 139
১৯৭৫ এর ১৫ আগস্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় নির্মিতব্য ১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা।প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক শামীম আহমেদ।
.
প্রযোজক সেলিম খান বলেন, ১৯৭৫ এর ভয়াল ১৫ আগস্টের পরদিন থেকে ছবির গল্প শুরু হবে। তাই এতে জাতির জনক বঙ্গবন্ধু বা উনার পরিবারের কোনও চরিত্র থাকছে না। বেবী মওদুদের সঙ্গে চেহারায় মিল থাকায় নাবিলাকে তার চরিত্রে নেওয়া হয়েছে। বেবী মওদুদের চরিত্র ছাড়াও খন্দকার মোশতাকসহ আরও বেশ কয়েকটি চরিত্র এই চলচ্চিত্রে থাকবে।এর মধ্যে ২০ জুলাই থেকে এফডিসির এক নম্বর ফ্লোরে চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন নাবিলা।
.
এতে খন্দকার মোশতাকের চরিত্রে শহীদুজ্জামান সেলিম ও জাতীয় চার নেতার একজন হিসেবে আছেন তৌকীর আহমেদ। তবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কোনো চরিত্র থাকছে না।ছবিটি নিয়ে গতকাল (২০ জুলাই) ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন নাবিলা। এরপর আজ (২১ জুলাই) বিষয়টি স্বীকার করেন সেলিম খান।
.
তিনি বলেন, বিশেষ কারণে এর আগে সত্য বলিনি। তবে আমি মিথ্যা বলে থাকতে পারি না। তাই স্বীকার করছি। গত ১০ জুলাই থেকে আমরা এর শুটিং শুরু করেছি। আর কয়েকদিন এর কাজ হবে। এরপর সম্পাদনা করে সেন্সরে জমা দেবো।ছবির কাজ চলছে বিএফডিসিতে।
.
পরিচালক সেলিম খান এখন আছেন চাঁদপুরে। ছবিটি নিয়ে এত গোপনীয়তা কেন নেওয়া হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, ৭৫ খুবই স্পর্শকাতর বিষয়। চাইছিলাম, সেন্সর পাওয়ার পর সবাইকে জানাতে। আরেকটি বিষয়, ছবিতে আমি পরিচালক হিসেবে আছি। রনী এর উপদেষ্টা।
Tag :