রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ১০ হাজার ছুঁই ছুঁই
- Update Time : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 142
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৮৯ জন। রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৪ হাজার ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯১, নওগাঁয় ৭৭৯, নাটোরে ৩৫০, জয়পুরহাটে ৬২৭, সিরাজগঞ্জে ১ হাজার ৪৩ জন এবং পাবনায় ৬৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২৯ জন। এর মধ্যে শনিবার জয়পুরহাটে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এ দিন বগুড়ারও একজন মারা গেছেন। বগুড়ায় এখন মোট মৃত্যুর সংখ্যা ৭৯ জন। এছাড়া রাজশাহীতে ১৭, নওগাঁয় ১২, নাটোরে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ৯ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার রাজশাহী বিভাগে নতুন ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৯ জন করে শনাক্ত হয়েছেন রাজশাহী ও বগুড়ায়। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে ২ জন এবং সিরাজগঞ্জে ১৯ জন শনাক্ত হয়েছেন।
এ দিন করোনামুক্ত হয়েছেন ২৩৫ জন। এর মধ্যে ১১৯ জনের বাড়ি রাজশাহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন, নওগাঁর ২০ জন, জয়পুরহাটের ৩ জন, বগুড়ার ৪১ জন, সিরাজগঞ্জের ১১ জন এবং পাবনার ১৮ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০৯ জন।
এর মধ্যে রাজশাহীর ৭২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২০ জন, নওগাঁর ৫৫৮ জন, নাটোরের ১১৫ জন, জয়পুরহাটের ১৮৮ জন, বগুড়ার ২ হাজার ১০৬ জন, সিরাজগঞ্জের ২১৮ জন এবং পাবনার ২৮৩ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৮ জন কোভিড-১৯ রোগী।