টাঙ্গাইলে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

  • Update Time : ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 161
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরের উত্তর আবাসিক এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

নিহতরা হলেন, আব্দুল গণি (৪৫), তার স্ত্রী কাদীরণ (৩৭), ছেলে তাজেল (১৬) ও সাদিয়া (৯)। আব্দুল গণি সম্প্রতি ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মধুপুর সার্কেলে এএসপি কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়িটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। ডিবি পুলিশ ঘটনাস্থলে আছে। তারাই ঘটনার তদন্ত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


টাঙ্গাইলে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

Update Time : ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরের উত্তর আবাসিক এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

নিহতরা হলেন, আব্দুল গণি (৪৫), তার স্ত্রী কাদীরণ (৩৭), ছেলে তাজেল (১৬) ও সাদিয়া (৯)। আব্দুল গণি সম্প্রতি ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মধুপুর সার্কেলে এএসপি কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়িটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। ডিবি পুলিশ ঘটনাস্থলে আছে। তারাই ঘটনার তদন্ত করছে।