পিরোজপুরের কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিস উদ্বোধন
- Update Time : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 156
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের সাথে চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
.
আজ শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ফেরী সার্ভিসের উদ্বোধন করেন। পিরোজপুর নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।
.
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুনুর রশীদ, ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হাসান (মাহিন), উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল হক, কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুন ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহিন শাহাজাদী রেবেকা চৈতী, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মোঃ শাহআলম নসু, ১নং সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, ২নং আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুদ্দোহা চাঁন, ৪ নং চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃমাহমুদ খান খোকন, উপজেলা প্রাথমিক শিক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, কাউখালী প্রেসকাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.
কাউখালী ষ্টিমার ঘাট সংলগ্ন ও আমরাজুড়ির সোনাকুরে ফেরিঘাটে দুটি নতুন পন্টুন স্থাপন করা হয়েছে। আনা হয়েছে নতুন ফেরি। ফেরিঘাটে যানবাহন ওঠানামায় নির্মাণ করা হয় অ্যাপ্রোচ রোড। দীর্ঘদিনের দাবীর পর অবশেষে পুনরায় কাউখালী থেকে সন্ধ্যা নদীর অপর প্রান্তের সয়না রঘুনাথপুর, আমরাজুড়ি ইউনিয়নের জনসাধারণসহ জেলা সদরের কলাখালী, শ্রীরামকাঠী বন্দর এবং পাশর্বর্তী স্বরূপকাঠীর উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
.
ফেরি সার্ভিস পুনঃরায় চালু হওয়া প্রতিদিন যাতায়াতকারী সহস্রাধিক মানুষ উপকৃত হবে। কাউখালীর সঙ্গে পাশবর্তী উপজেলার ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে। শনিবার থেকেই স্বাভাবিকভাবে সব ধরণের যানবাহন চলাচল শুরু হবে ফেরি সার্ভিসের মাধ্যমে। দীর্ঘ দিনের দাবী পূরণ হওয়ায় পুরো এলাকায় রয়েছে উৎসবমুখর পরিবেশ।
.
উল্লেখ্য, ১৯৯৬ সালে তৎকালীণ যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীর চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করেছিল। পরবর্তী সরকার মতায় এসে ফেরি সার্ভিসটি বন্ধ করে দেয়। সম্প্রতি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এক জনসভায় কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নবাসীর দাবীতে সোনাকুর ফেরি ঘাটটি পুন:রায় চালু চালুর ঘোষণা দেন।
Tag :