নাজিরপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির অনুমোদন
- Update Time : ০৭:০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 263
নয়ন হালদার, স্টাফ রিপোর্টার :
নাজিরপুর উপজেলায় দীর্ঘা ইউনিয়ন শাখায় মুক্তিযুদ্ধ মঞ্চের নবগঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
.
গতকাল ১৬ জুলাই আগামী ১ (এক) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
.
নাজিরপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তৌহিদুল ইসলাম (সান্টু) এবং সাধারণ সম্পাদক রোবায়েত মাহমুদ সজল কমিটির অনুমোদন দেন।
.
কমিটির সদস্যরা হলোঃ
.
সভাপতি, সুকুমল বেপারী সিবু, সহ-সভাপতি বিধান সিকদার,অভিজিৎ মিস্ত্রী, মােঃ রেজাউল, অজয় দাশ, সাধারণ সম্পাদক বিমান মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক শান্তনু মন্ডল ( তপু ), সঞ্জিত হালদার,প্রসঞ্জিত হালদার, রজত বেপারী, বিপ্লব বড়াল, সাংগঠনিক সম্পাদক সবুজ ঘরামী রানা, মিল্টন হালদার, অমিত মালী, দপ্তর সম্পাদক নয়ন হালদার, প্রচার সম্পাদক সুপ্রজিত সিকদার চন্দন,মুক্তিযুদ্ধ মঞ্চ , ৪ নং দীর্ঘা ইউনিয়ন শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ০১ ( এক ) মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে নাজিরপুর উপজেলা দপ্তর সেলে জমা দেবার জন্য নির্দেশ দিয়েছে দীর্ঘা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটিরা বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং মাননীয় প্রধানমন্ত্রী নার্সমাতা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। মুক্তিযুদ্ধ মঞ্চের মাধ্যমে সকল পেশার সকল উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলব।
Tag :