আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরানোর নির্দেশ  

  • Update Time : ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 205
নিজস্ব প্রতিবেদক:
ইন্টারনেটে থাকা সবগুলো ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
.

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

তিনি বলেন, গত ৬ জুন বাংলাদেশি ওয়েব সিরিজ সংক্রান্ত একটি রিপোর্ট দেখি বেসরকারি একটি টিভি চ্যানেলে। দেখার পর হয়ে ১৪ জুন বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে কোনো ধরনের অগ্রগতি না দেখায় গত ১২ জুলাই জনস্বার্থে একটি রিট করি। সেটি শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

তানভীর আহমেদ আরও বলেন, রিটের শুনানি নিয়ে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে সব ওটিটি (OTT) প্ল্যাটফর্ম থেকে বিবাদীদেরকে ওই অনৈতিক ও নিন্দনীয় আইনবহির্ভূত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রিপোর্টে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে তারা কীভাবে সরকারি রেভিনিউ কালেক্ট (রাজস্ব আয়) করেন (যেমন তারা করছেন নেটফ্লিক্সের ক্ষেত্রে) তা উল্লেখ করতে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরানোর নির্দেশ  

Update Time : ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক:
ইন্টারনেটে থাকা সবগুলো ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
.

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

তিনি বলেন, গত ৬ জুন বাংলাদেশি ওয়েব সিরিজ সংক্রান্ত একটি রিপোর্ট দেখি বেসরকারি একটি টিভি চ্যানেলে। দেখার পর হয়ে ১৪ জুন বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে কোনো ধরনের অগ্রগতি না দেখায় গত ১২ জুলাই জনস্বার্থে একটি রিট করি। সেটি শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

তানভীর আহমেদ আরও বলেন, রিটের শুনানি নিয়ে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে সব ওটিটি (OTT) প্ল্যাটফর্ম থেকে বিবাদীদেরকে ওই অনৈতিক ও নিন্দনীয় আইনবহির্ভূত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রিপোর্টে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে তারা কীভাবে সরকারি রেভিনিউ কালেক্ট (রাজস্ব আয়) করেন (যেমন তারা করছেন নেটফ্লিক্সের ক্ষেত্রে) তা উল্লেখ করতে বলা হয়েছে।