কপাট

  • Update Time : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • / 258

কপাট
আমির হোসেন মুরাদ

বহু পথ পাড়ি দিয়ে,
পাহাড় নদী পেরিয়ে,
এসেছি তোমার তরে
শেষ ঠিকানা পাবো বলে
তুমি বন্ধু বরন করিবে না আমায়?

তুমি তো বলেছিলে ভালবাসবে আমায়,
জীবনের কঠিন মুহূর্তে ছাড়বেনা হায়!
তবে কেন এ বিমুখতা?
আমি তো তোমার তরে সব ছেড়ে,
এসেছি তুমি আপন করিবে বলে।

ফিরিয়ে দিয়ও না বন্ধু,
বহু পথ পাড়ি দিয়ে এসিছি তোমার তরে,
আমাকে তোমার করিবে বলে।

এতো অভিমান তোমার আমার তরে,
ক্ষনিক দেরি করেছি বলে?
ওগো কত সর্পিল-কন্টকময় পথ পাড়ি দিয়ে,
এসিছি তোমার তরে,
আর থেকোনা অভিমান করে,
এবার কপাট খুলে আপন করো মোরে।

এ হ্রদয় ভালবাসার খরায় রয়েছে চৌচির হয়ে!
তোমার ভালবাসায় সিক্ত কর মোরে।
একটি বার ভালবেসে দেখ,
তোমার ভালবাসার বাগান সাজাই কি করে,
ফুটাবো কত রঙ্গীন ফুল তোমায় ভালবেসে।

ওগো, এখনো তুমি অভিমান করে?
এতোটা নিষ্ঠুর হলে কি করে?!
দেখো না একটু তোমার কপাট খুলে,
আমি এসেছি তোমার ভালবাসা নিব বলে।

খুলবে না কপাট,দেখবে না আমাকে?
কপাট বন্ধ করে থাকো কি করে?
আমি একা এতোটা পথ যাবো না আর ফিরে!
বন্ধ করলাম আমার কপাট এখানটাতে।

লেখকঃ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

Tag :

Please Share This Post in Your Social Media


কপাট

Update Time : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

কপাট
আমির হোসেন মুরাদ

বহু পথ পাড়ি দিয়ে,
পাহাড় নদী পেরিয়ে,
এসেছি তোমার তরে
শেষ ঠিকানা পাবো বলে
তুমি বন্ধু বরন করিবে না আমায়?

তুমি তো বলেছিলে ভালবাসবে আমায়,
জীবনের কঠিন মুহূর্তে ছাড়বেনা হায়!
তবে কেন এ বিমুখতা?
আমি তো তোমার তরে সব ছেড়ে,
এসেছি তুমি আপন করিবে বলে।

ফিরিয়ে দিয়ও না বন্ধু,
বহু পথ পাড়ি দিয়ে এসিছি তোমার তরে,
আমাকে তোমার করিবে বলে।

এতো অভিমান তোমার আমার তরে,
ক্ষনিক দেরি করেছি বলে?
ওগো কত সর্পিল-কন্টকময় পথ পাড়ি দিয়ে,
এসিছি তোমার তরে,
আর থেকোনা অভিমান করে,
এবার কপাট খুলে আপন করো মোরে।

এ হ্রদয় ভালবাসার খরায় রয়েছে চৌচির হয়ে!
তোমার ভালবাসায় সিক্ত কর মোরে।
একটি বার ভালবেসে দেখ,
তোমার ভালবাসার বাগান সাজাই কি করে,
ফুটাবো কত রঙ্গীন ফুল তোমায় ভালবেসে।

ওগো, এখনো তুমি অভিমান করে?
এতোটা নিষ্ঠুর হলে কি করে?!
দেখো না একটু তোমার কপাট খুলে,
আমি এসেছি তোমার ভালবাসা নিব বলে।

খুলবে না কপাট,দেখবে না আমাকে?
কপাট বন্ধ করে থাকো কি করে?
আমি একা এতোটা পথ যাবো না আর ফিরে!
বন্ধ করলাম আমার কপাট এখানটাতে।

লেখকঃ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।