জলে ফোঁটা পদ্ম তুমি

  • Update Time : ১২:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • / 212

জলে ফোঁটা পদ্ম তুমি

জুবায়েদ মোস্তফা

জলে ফোঁটা পদ্ম, তুমার জৌলুস অভিরাম
সলিলেই সন্তরণ তোমার অবিশ্রাম।

চারদিকে ঘেরা শ্যাওলায় যেন তোমার অঙ্গবাস
মন মাতানো সুবাসেই যেন তোমার স্বর্গবাস।

কণ্টকে পরিপূর্ণ রয়েছে সমস্ত দেহ,
জলের বুকে অগণিত শৈবাল জুড়ে তোমার গেহ।
তুমি সলিলে ফুটন্ত কমল
আমার তরে তুমি রবে বিমল।

তোমার জন্য সহ্য করতে পারি
কাঁটার আঘাত শত,
প্রত্যাশার বাতিঘর তোমাতেই নিহিত
ভাবতে থাকে তত।

সলিলে গাঁ ভাসিয়ে যেতে হবে তোমার কাছে,
সাঁতারে আমি একদমই অজ্ঞ
নিমজ্জিত হয়ে ছুটবে কি তবে পাছে।

তোমার জন্য সর্বত্র আমার ভালবাসার জলাধার বেয়াড়া ,
কবিতার ছন্দে ভেসে যাচ্ছি তোমার পানে
কেন দাও তুমি ত্বরা।

হাজার হাজার কবিতা রচনা করতে পারি
তোমাকে নিয়ে,
মুঠো ভরে ধরে রাখো জল
ভালোবাসায় দেব তোমায় রটিয়ে।

জোৎস্নার আলোতে দৃশ্যত বেশি আরো মোহনীয়,
রুপের সুধায় নেই তুলনা অপরূপ রূপসী ওগো অতুলনীয়।
কেটে যায় তবে মোর প্রতিটা নির্ঘুম রাত্রি অহর্নিশি,
হৃদয়ের গহীন বালুচরে ঊষ্ণ উত্তাপ ছড়িয়ে
তোমাতেই শুধু মিশি।

কুয়াশার চাঁদরে জমতে থাকে শিশির কণা হয়ে
কয়েক ফোটা জল,
না পাওয়ার বেদনায় অশ্রু গুলো আঁখি ভরে
হয় যে টলমল।।

বেলা শেষেও তুমি রবে সমস্ত হিসেব নিকাশের খাতায়
যৌবন ভরা চির সবুজে থাকবে তোর নাম
খোদাই পদ্মপাতায়।
আমি তোমার জীবনে সেরা আদমি,
আমার জীবন জুড়েই তুমার জৌলুস অভিরাম
জলে ফোঁটা পদ্ম তুমি।

লেখকঃ শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Tag :

Please Share This Post in Your Social Media


জলে ফোঁটা পদ্ম তুমি

Update Time : ১২:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

জলে ফোঁটা পদ্ম তুমি

জুবায়েদ মোস্তফা

জলে ফোঁটা পদ্ম, তুমার জৌলুস অভিরাম
সলিলেই সন্তরণ তোমার অবিশ্রাম।

চারদিকে ঘেরা শ্যাওলায় যেন তোমার অঙ্গবাস
মন মাতানো সুবাসেই যেন তোমার স্বর্গবাস।

কণ্টকে পরিপূর্ণ রয়েছে সমস্ত দেহ,
জলের বুকে অগণিত শৈবাল জুড়ে তোমার গেহ।
তুমি সলিলে ফুটন্ত কমল
আমার তরে তুমি রবে বিমল।

তোমার জন্য সহ্য করতে পারি
কাঁটার আঘাত শত,
প্রত্যাশার বাতিঘর তোমাতেই নিহিত
ভাবতে থাকে তত।

সলিলে গাঁ ভাসিয়ে যেতে হবে তোমার কাছে,
সাঁতারে আমি একদমই অজ্ঞ
নিমজ্জিত হয়ে ছুটবে কি তবে পাছে।

তোমার জন্য সর্বত্র আমার ভালবাসার জলাধার বেয়াড়া ,
কবিতার ছন্দে ভেসে যাচ্ছি তোমার পানে
কেন দাও তুমি ত্বরা।

হাজার হাজার কবিতা রচনা করতে পারি
তোমাকে নিয়ে,
মুঠো ভরে ধরে রাখো জল
ভালোবাসায় দেব তোমায় রটিয়ে।

জোৎস্নার আলোতে দৃশ্যত বেশি আরো মোহনীয়,
রুপের সুধায় নেই তুলনা অপরূপ রূপসী ওগো অতুলনীয়।
কেটে যায় তবে মোর প্রতিটা নির্ঘুম রাত্রি অহর্নিশি,
হৃদয়ের গহীন বালুচরে ঊষ্ণ উত্তাপ ছড়িয়ে
তোমাতেই শুধু মিশি।

কুয়াশার চাঁদরে জমতে থাকে শিশির কণা হয়ে
কয়েক ফোটা জল,
না পাওয়ার বেদনায় অশ্রু গুলো আঁখি ভরে
হয় যে টলমল।।

বেলা শেষেও তুমি রবে সমস্ত হিসেব নিকাশের খাতায়
যৌবন ভরা চির সবুজে থাকবে তোর নাম
খোদাই পদ্মপাতায়।
আমি তোমার জীবনে সেরা আদমি,
আমার জীবন জুড়েই তুমার জৌলুস অভিরাম
জলে ফোঁটা পদ্ম তুমি।

লেখকঃ শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।