নীলফামারীর ডোমারে বজ্রপাতে এক নারীর মৃত্যু, স্বামী গুরুতর আহত

- Update Time : ০৭:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 168
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(২ জুন) সকালের দিকে নীলফামারীর ডোমার উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামী আব্দুর মান্নান (৫০) কে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে ডোনার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস নামক এলাকায় ঘটেছে। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, সকাল ৬টার দিকে নওদাবস এলাকায় বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে জাল দিয়ে মাছ ধরছিলেন আব্দুল মান্নান।
এসময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী ফাতেমা। হঠাৎ বজ্রপাতে স্বামী-স্ত্রী দুই জনেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।
এলাকাবাসী আশংকাজনক অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Tag :