বিষ্ণু সাহার কবিতা এভাবেই
- Update Time : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / 237
এভাবেই
বিষ্ণু সাহা
বৃষ্টি তো এখনও হচ্ছে
না হচ্ছে না বোধয়
তাহলে পাখিদের ডাক
সেও কি থেমে গেছে
আচ্ছা! নাও যদি থামে তাহলে
বৃষ্টি কেনো আছে থেমে।
.
বয়স সেতো এখনও বাড়ছে
না বাড়ছে না মনে হয়
তাহলে আমার আমি কোথায়
সেও কি হারিয়ে গেছে
আচ্ছা! নাও যদি বা হারায়
সময় কেনো আছে থেমে।
.
কথা.. তাও কি কখনো ফুরিয়েছে
না ফুরোয়নি বোধয়
তাহলে গল্প আমাদের
আজ লুকাই কোথায়
আচ্ছা! যদিও বা না লুকায়
ভালোবাসা কেনো আছে থেমে।
.
চলো না হারায়
ওই এক টুকরো নীলে
পাখি ডাকবে কথা থাকবে
বৃষ্টি থামবে না।
.
চলো না হারায়
সেই অপূর্ণ অপ্রাপ্তিতে
গল্প বাড়বে বয়স বাড়বে
সময়! সেও থেমে থাকবে না।
Tag :