তিন মাস বন্ধের পর ১৮৭ যাত্রী নিয়ে বিদেশে উড়ল বিমানের ফ্লাইট

  • Update Time : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • / 262
নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তিন মাস বন্ধের পর রবিবার ঢাকা-লন্ডন ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুরুর ফ্লাইটে ৫ শিশুসহ ১৮৭ যাত্রী নিয়ে ঢাকার বিমানমন্দর ছেড়ে গেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমে জানান, লন্ডনের ফ্লাইটের শিডিউল ফ্লাইটটি বেলা ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি।

জানা যায়, বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।

কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার পর গত ১৬ জুন আন্তর্জাতিক রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় এয়ারলাইন্সগুলোকে।

Tag :

Please Share This Post in Your Social Media


তিন মাস বন্ধের পর ১৮৭ যাত্রী নিয়ে বিদেশে উড়ল বিমানের ফ্লাইট

Update Time : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তিন মাস বন্ধের পর রবিবার ঢাকা-লন্ডন ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুরুর ফ্লাইটে ৫ শিশুসহ ১৮৭ যাত্রী নিয়ে ঢাকার বিমানমন্দর ছেড়ে গেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমে জানান, লন্ডনের ফ্লাইটের শিডিউল ফ্লাইটটি বেলা ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি।

জানা যায়, বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।

কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার পর গত ১৬ জুন আন্তর্জাতিক রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় এয়ারলাইন্সগুলোকে।