রাজধানীর ধানমন্ডিতে গাঁজাসহ ট্রাক জব্দ
- Update Time : ০৬:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / 134
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিনব কায়দায় ট্রাকে লুকিয়ে ৩০ কেজি গাঁজা পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোর সাড়ে ৫টায় র্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে। খবর ওয়েবসাইটের।
আটককৃতরা হলেন মোঃ আলাউদ্দিন (৩৭), জালাল উদ্দিন (৩৭) এবং শারাফাত হোসেন মেহেদী (১৫)।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোঃ জাহিদ আহসান জানান, র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ট্রাকযোগে কয়েকজন মাদক কারবারি নিষিদ্ধ গাঁজার চালান নিয়ে সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি এলাকায় বিক্রির উদ্দেশে আসছে। এমন খবরে র্যাব-২ এর একটি দল সকাল পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানাধীন রোড-১৪/১ এ গিয়ে ট্রাকটি আটক করে। এসময় পালানোর চেষ্টাকালে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।