সিএমএইচগুলোর সক্ষমতা আগের চেয়ে বাড়ানো হয়েছে: সেনাপ্রধান

  • Update Time : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / 302
নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবিলায় দেশের সবগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘ মেয়াদি কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। করোনা মোকাবিলায় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

সেনা প্রধান আরও বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকার সেনাবাহিনীকে যে দায়িত্ব দেবে তা পেশাদারিত্বের সাথে পালন করা হবে।

এরআগে বেলা ১১টায় বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। এবার কুচকাওয়াজের মাধ্যমে ২৫৫ জন অফিসার কমিশন লাভ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সিএমএইচগুলোর সক্ষমতা আগের চেয়ে বাড়ানো হয়েছে: সেনাপ্রধান

Update Time : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবিলায় দেশের সবগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘ মেয়াদি কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। করোনা মোকাবিলায় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

সেনা প্রধান আরও বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকার সেনাবাহিনীকে যে দায়িত্ব দেবে তা পেশাদারিত্বের সাথে পালন করা হবে।

এরআগে বেলা ১১টায় বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। এবার কুচকাওয়াজের মাধ্যমে ২৫৫ জন অফিসার কমিশন লাভ করেন।