জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ছানোয়ার হোসেন ঢাকাতে বিদ্যুৎ বিভাগে চাকুরী করতেন। গত ১০ই জুন ঢাকা থেকে শেরপুরে আসেন তিনি। পরে ওইদিনই শেরপুর জেলা সদর হাসপাতালে নমুনা দিলে ১২ই জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
পরে তার নিজ বাসায় হোম আইসোলোশনে রাখার সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত পৌঁনে বারটার দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, এখন পর্যন্ত শেরপুর জেলায় তিনজনের মৃত্যু হলো। সোমবার পর্যন্ত জেলায় মোট নমুন সংগ্রহ হয়েছে ২৮৯৫ জনের। যার মধ্যে পরীক্ষা হয়েছে ২৭৫৬টি। মোট করোনা শনাক্ত ১৮৩ জন হলেও ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৯৫জন।
এরমধ্যে শেরপুর সদরে ৭৯জন, শ্রীবরদী উপজেলায় ১৫জন, ঝিনাইগাতী উপজেলায় ২২জন, নকলা উপজেলায় ৩৯জন, নালিতাবাড়ী উপজেলায় ২৮জন। শনাক্তের মধ্যে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী বেশি। শেরপুর জেলায় শনাক্তের হার ৭%, সুস্থের হার ৫২%।