আজ সোমবার (১৫ই জুন) জেলাটিতে ১৭৩ জনের রিপোর্ট পৌঁছে। যার মধ্যে নতুন ৪২ জন আক্রান্ত হন। সর্বমোট নমুনা প্রেরণ করা হয়েছে ৭ হাজার ৩৫৩টি ও নমুনার ফলাফল এসেছে ৬ হাজার ৯৪৭টি। নমুনার ফলাফল আসা বাকি আছে ৪০৬ টির।
আজ সোমবার বিকেলে সিভিল সার্জন মোঃ আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বমোট শনাক্ত ১ হাজার ৫৮৫ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৬৯৫ জন, টংগিবাড়ীতে ১২৭ জন, সিরাজদিখানে ২৩৭ জন, লৌহজংয়ে ২১৭ জন, শ্রীনগরে ১৫৪ জন, গজারিয়ায় ১৫৫ জন।
জেলাতে সর্বমোট করোনায় মৃত্যু ৩৯ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ২০ জন, টংগিবাড়ীতে ৮ জন, সিরাজদিখানে ৫ জন, লৌহজংয়ে ৫ জন, শ্রীনগরে ১ জন। সর্বমোট সুস্থ ৩৬৭ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ১৪০ জন, টংগিবাড়ীতে ৩১ জন, সিরাজদিখানে ৬৯ জন, লৌহজংয়ে ২৫ জন, শ্রীনগরে ৫২ জন, গজারিয়ায় ৫০ জন।
সিভিল সার্জন বলেন, গেল ২৪ ঘণ্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ১৫৮টি এতে সুস্থ হয়েছেন ৬ জন ও মৃত্যু একজন। জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ৪ হাজার ৪৯৯ জন।
এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৫৪ জন। বর্তমানে হাসপাতাল ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৬৪৫ জন। আজ দুপুরে ১৭৩ জনের রিপোর্ট আসে ঢাকার নিপসম ল্যাব থেকে। এর মধ্যে পজিটিভ ৪২ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩০ জন, টংগিবাড়ীতে ১ জন, সিরাজদিখানে ৯ জন, শ্রীনগরে ২ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, ইতিমধ্যে এলাকা চিহ্নিত করা হচ্ছে রেডজোনের জন্য। এরপর শিগগির ঘোষণা আসবে।