ভারতের ১৫ শহরে করোনার ভয়াল থাবা

  • Update Time : ০৭:৪৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / 230

ভারতে ভয়ঙ্কর গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫০২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৪২৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৯ হাজার ৫২০ জন।

জানা গেছে, দেশটির ১৫টি শহরে করোনা আক্রান্তের হার সব থেকে বেশি। এগুলোতে সংক্রমণ ছড়ানোর হার ৬৩ শতাংশ।

গত ১০ দিনে এই ১৫টি শহরে ৪৫-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে রয়েছে গুরুগ্রাম, ফরিদাবাদ, ভদোদরা, শোলাপুর ও গুয়াহাটির নাম। গুয়াহাটিতে গত ১০ দিনে ৫০ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। ভদোদরায় প্রতিদিন গড়ে ৫০ জন করে আক্রান্ত হচ্ছেন।

ইতিমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তর প্রদেশে আগামী দুমাসে অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে সরকার। অবস্থা এতটাই খারাপ যে জুন থেকে অগস্টের মধ্যে অন্তত আইসিইউ বেড ও ভেন্টিলেটর কম পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ভারতের ১৫ শহরে করোনার ভয়াল থাবা

Update Time : ০৭:৪৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০

ভারতে ভয়ঙ্কর গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫০২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৪২৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৯ হাজার ৫২০ জন।

জানা গেছে, দেশটির ১৫টি শহরে করোনা আক্রান্তের হার সব থেকে বেশি। এগুলোতে সংক্রমণ ছড়ানোর হার ৬৩ শতাংশ।

গত ১০ দিনে এই ১৫টি শহরে ৪৫-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে রয়েছে গুরুগ্রাম, ফরিদাবাদ, ভদোদরা, শোলাপুর ও গুয়াহাটির নাম। গুয়াহাটিতে গত ১০ দিনে ৫০ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। ভদোদরায় প্রতিদিন গড়ে ৫০ জন করে আক্রান্ত হচ্ছেন।

ইতিমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তর প্রদেশে আগামী দুমাসে অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে সরকার। অবস্থা এতটাই খারাপ যে জুন থেকে অগস্টের মধ্যে অন্তত আইসিইউ বেড ও ভেন্টিলেটর কম পড়তে পারে বলে মনে করা হচ্ছে।