বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৪ বছর। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
তবে কখন, কোন সময় আর কি কারণে সুশান্ত আত্মহত্যা করেছে সেই তথ্য এখনো মেলেনি।
ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ির পরিচারিকা পুলিশে ফোন দিয়ে এই ঘটনার কথা প্রথম জানায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।
২০০৮ সালে বালাজি টেলিফিল্মস প্রযোজিত ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রিত জুনেজার চরিত্রে অভিনয় করেন। ২০০৯ সাকে তিনি পবিত্র রিস্তা ধারাবাহিকে মানব দেশমুখের চরিত্রে অভিনয় করেন। এছাড়া ড্যান্স রিয়েলিটি শো ঝলক দিখলা জা ৪-এ অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি।
এরপর ২০১৩ সালে অভিষেক কাপুরের ‘কোই পো চে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তবে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
সবশেষ শ্রদ্ধা কাপুরের বিপরীতে তাকে ‘ছিছোড়ে’ সিনেমায় দেখা গিয়েছিলো।