ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

  • Update Time : ০৮:১৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 202

 

নিজস্ব প্রতিনিধিঃ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শেখ মোঃ আব্দুল্লাহ শনিবার রাত পৌনে বারোটায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

তার মৃত্যুতে গভীর শোক  জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।

এক শোক বার্তায় সুজিত রায় নন্দী বলেন,১৯৭১ সালে মহান স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শেখ মোঃ আব্দুল্লাহ সম্যকভাবে অবদান রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন হয়ে আওয়ামীলীগের সাথে ধর্মভিত্তিক দলগুলোর সম্পর্কোন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

তিনি আরো বলেন, শেখ আব্দুল্লাহ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সফল প্রতিমন্ত্রী, শিক্ষানুরাগী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তাকে হারিয়ে আমরা শোকাহত। তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সুজিত রায় নন্দী।

উল্লেখ্য, শেখ আব্দুল্লাহ জীবদ্দশায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
Tag :

Please Share This Post in Your Social Media


ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

Update Time : ০৮:১৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

 

নিজস্ব প্রতিনিধিঃ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শেখ মোঃ আব্দুল্লাহ শনিবার রাত পৌনে বারোটায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

তার মৃত্যুতে গভীর শোক  জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।

এক শোক বার্তায় সুজিত রায় নন্দী বলেন,১৯৭১ সালে মহান স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শেখ মোঃ আব্দুল্লাহ সম্যকভাবে অবদান রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন হয়ে আওয়ামীলীগের সাথে ধর্মভিত্তিক দলগুলোর সম্পর্কোন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

তিনি আরো বলেন, শেখ আব্দুল্লাহ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সফল প্রতিমন্ত্রী, শিক্ষানুরাগী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তাকে হারিয়ে আমরা শোকাহত। তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সুজিত রায় নন্দী।

উল্লেখ্য, শেখ আব্দুল্লাহ জীবদ্দশায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।