করোনা মহামারির কারণে ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়ার নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলিফিকলি মোহাম্মদ আল বাকরি।
সংক্রমণের আশঙ্কা ও টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এবছর হজ পালনে নিষেধ করা হয়েছে। প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে যান সৌদি আরব।
এদিকে করোনার কারণে এবার কঠোর নিয়ম মেনে প্রতিটি দেশ থেকে কোটার ২০ শতাংশ হজযাত্রী নেয়ার কথা ভাবছে সৌদি সরকার। গত সপ্তাহে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া নাগরিকদের হজযাত্রা বাতিল করে।